‘মানুষের প্রয়োজনে, আছি আমরা মানুষের পাশে।’ ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।’ এমন সব স্লোগানকে সামনে রেখেই সমাজের অসহায় দরিদ্র মানুষদের সহায়তা করে যাচ্ছে সরাইলের ‘বন্ধু ফাউন্ডেশন’ নামের সংগঠনটি। এরই ধারাবাহিকতায় গতকাল ৩০ এপ্রিল শনিবার বিকেলে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তার দফতরের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক অসহায় নারী পুরূষের হাতে তারা তুলে দিয়েছেন ঈদ উপহার সামগ্রী। এ উপলক্ষে বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামালে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টানা পঞ্চমবারের মত নির্বাচিত বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এডভোকেট কামরূজ্জামান আনসারী, অর্থমন্ত্রণালয়ের উপ-সচিব ও নজরূল গবেষক মো. জেহাদ উদ্দিন, প্রেসক্লাবের আজীবন সদস্য ফয়সাল আহমেদ মৃধা, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী ও যুগ্ম সম্পাদক সৈয়দ কামরূজ্জামান ইউসিুফ প্রমূখ। এই অনুষ্ঠানে একজন প্রতিবন্ধীকে দেয়া হয়েছে একটি হুইল চেয়ার। পরে মিলাদ ও দোয় শেষে অতিথিসহ শতাধিক লোককে ইফতার করিয়েছে বন্ধু ফাউন্ডেশন।
মাহবুব খান বাবুল