ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাতনামা (৬৮) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা বাঘাসূতা এলাকায় বিলের ধানের জমি থেকে তার লাশটি উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। লাশ সনাক্তের জন্য পিবিআই-এর কাছে প্রেরণ ও ময়না তদন্ত সম্পন্ন করার কথা জানিয়েছেন পুলিশ। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সরাইলে ঢাকা-সিলেট মহসড়কের ১ কিলোমিটার উত্তরে ও বাঘাসুতা গ্রামের ধন মিয়ার বাড়ির ৪ শত গজ দক্ষিণে বিলের ধানের জমিতে এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। সরাইল থানা পুলিশ ঘটনাস্থালে পৌঁছে বৃদ্ধের লাশটি উদ্ধার করেন। এর আগে ঘটনাস্থলে অনেককে দেখিয়ে লাশটি সনাক্তের চেষ্টা করা হয়। কিন্তু কোন ভাবেই লাশের পরিচয় মিলেনি। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, লোকটি বয়স্ক। তার পরিচয় মিলেনি। বাঘাসুতা গ্রামে সৈয়দ আলী একজন কবিরাজ আছেন। উনার কাছে দূর দূরান্ত অর্থাৎ অন্য জেলা থেকে রোগীরা আসেন। ধারণা করা হচ্ছে এই বৃদ্ধ লোকটিও চিকিৎসা নিতে এসে অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করেছেন। কারণ নিহতের দেহের কোথাও কোন ধরণের আঘাতের চিহ্ন নেই। লাশের পরিচয় সনাক্ত করতে আমরা পিবিআ-এর কাছে ফিঙ্গার প্রিন্টের জন্য প্রেরণ করব।
News Title :
সরাইলে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
- মাহবুব খান বাবুল, সরাইল:
- Update Time : 07:55:37 pm, Wednesday, 22 May 2024
- 46 Time View
Tag :