সরাইলের ৪৭ বোতল ফেন্সিডিলসহ ২ নারী গ্রেফতার

- আপডেট সময় : ১১:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ ৩৮৮ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
ঢাকা – সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিলসহ ২ নারীকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। আজ শুক্রবার দুপুরে মহাসড়কের কুট্রাপাড়া মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড়ে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। অভিযানকালে তারা মাদক কারবারি ২ মহিলাকে প্রথম আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে বডিফিটিং অবস্থায় ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর জব্দ করেন। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে রোজিনা আক্তার (২৫) ও একই উপজেলার পঞ্চবটি গ্রামের ৩ নং ওয়ার্ডের জাকির হোসেনের স্ত্রী হাছিনা বেগম (৪০)। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।