সরাইলের বিখ্যাত বংশীবাদক রূবেলের আকস্মিক মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

- আপডেট সময় : ০৭:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুল, সরাইল থেকেঃ
সরাইলের বিখ্যাত বংশীবাদক মো. রূবেল (৩২) চলে গেলেন না ফেরার দেশে। আজ সোমবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। উদীয়মান এই নক্ষত্রের আকস্মিক মৃত্যুতে সরাইলের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যুতে এতিম ৩ সন্তান নিয়ে দিশেহারা এখন স্ত্রী রূপা বেগম (৩২)। পারিবারিক সূত্র জানায়, উপজেলার শাহবাজপুর প্রথম গেইট এলাকার প্রয়াত হাসনাত মিয়ার ছেলে রূবেল। রূবেল ২ ছেলে সন্তানের জনক। ছাত্র জীবন থেকেই সাংস্কৃতিক চর্চার প্রতি গভীর আগ্রহ ছিল তার। সেই থেকেই বাঁশি বাজানো অনুশীলন করতে থাকেন। এক সময় রূবেল ভাল বংশীবাদক হয়ে ওঠেন। বড় বড় অনুষ্ঠানে রূবেলের ডাক আসতে থাকে। ইউনিয়ন ছাড়িয়ে উপজেলা, জেলায় ও সমগ্র দেশে রূবেলের পরিচিতি বিস্তৃতি লাভ করে। আর এভাবেই রূবেলের বংশীবাদকের ক্যারিশমা চারিদিকে ছড়িয়ে পড়ে। হাজার হাজার ভক্তের কাছে রূবেল হয়ে ওঠেন প্রিয় বংশীবাদক। তাঁর আচার আচরণ ও সদালাপের সুনাম খ্যাতিও মানুষের মন কাড়ে। অগণিত দর্শক শ্রোতার প্রিয় রূবেল প্রথমে ডায়বেটিস ও পরে লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস’তি নিচ্ছিলেন। আজ সোমবার সকালে হঠাৎ করে রূবেলের শাররীক অবস্থার অবনতি ঘটে। পরিবারের লোকজন তাকে দ্রূত নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে। সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস’ায় মৃত্যুবরণ করেন রূবেল। রূবেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, লেখক গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ ও শিল্পকলা একাডেমির সম্পাদক সঞ্জীব কুমার দেবনাথ, সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।