সরাইলের কিশোর গ্যাং লিডার ছুরি নাঈম গ্রেপ্তার, জনমনে স্বস্থি
- আপডেট সময় : ০১:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ৯৪ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
অবশেষে সরাইলের অরুয়াইলের কিশোর গ্যাং লিডার খ্যাত ছুরি নাঈম (১৯) গ্রেপ্তার হয়েছে। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাকশিমুল এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। তার বিরুদ্ধে সরাইল থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। অরুয়াইলের আতঙ্ক নাঈম গ্রেপ্তারের খবরে জনমনে স্বস্থি ফিরে এসেছে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সরাইলের অরুয়াইলে নাঈমের নেতৃত্বে ১২ জন কিশোরের একটি দল দীর্ঘদিন ধরে মাদকসহ নানা অপকর্ম করছে। সন্ধ্যার পর বিভিন্ন সড়কের জনমানব শুন্য জায়গায় ছুরি হাতে দাঁড়িয়ে থাকে। অপরিচিত বা এলাকার বাহিরের লোক হলেই দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে মুঠোফোন সেটসহ নগদ টাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। অনেক সময় স্থানীয় পরিচিত নারী পুরুষও তাদের কাছে রেহায় পায় না। কাজ শেষ করে কাউকে জানালে প্রাণ নাশেরও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার একাধিক নারী পুরুষ জানায়, এই গ্রুপকে পেছন থেকে শেল্টার দিচ্ছে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি। ২০২১ খ্রিষ্টাব্দের ১৩ জুন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া ডট কমে প্রকাশিত হয়েছিল একটি প্রতিবেদন। প্রশাসনের নড়াচড়ায় এলাকা ছেড়ে পালিয়েছিল নাঈম ও তার বাহিনী। নাঈমের দলের প্রত্যকটি সদস্য ছিল আতঙ্কে। অতি সম্প্রতি আবারও এলাকায় আসে নাঈম বাহিনী। শুরু করে পুরাতন পেশা। পুলিশ তাকে খুঁজতে ছিল দীর্ঘদিন ধরে। অবশেষে গত শনিবার রাতে সরাইল থানার এস আই মোতালিব, এস আই নুরুল কবিরসহ একদল পুলিশ পাকশিমুল এলাকায় অভিযান চালিয়ে ছুরি নাঈমকে গ্রেপ্তার করেন। আজ রোববার নাঈমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।