সরকারী শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০৩:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবারে জেলা প্রশাসন ও শিশু পরিবারের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এত প্রধান অতিথি ছিলেন জেলা পশাসক মোঃ শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার ,পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন মোঃ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাবের সভাপতি আসমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রণয় চাকমা , অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ রুহুল আমিন , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারী শিশু পরিবারের উপতত্ত্বাববধায়ক রওশন আরা। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিকে সরকারী শিশুপরিবারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়।