জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি শিশু পরিবারের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন,ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাবের সভাপতি আসমা আক্তার, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম , সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহএর সভাপতিত্বে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, এডাব সভাপতি এস এম শাহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি শিশুপরিবারের উপতত্বাবধায়ক রওশন আরা। অনুষ্টানে সমাজসেবা অধিদপ্তরাধীন চট্রগ্রাম বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাস্কৃতিক প্রতিযোগীতায় ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবার চ্যাম্পিয়ন হওয়ায় প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী নিবাসীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান শেষে শিশু পরিবারের নিবাসীরা মনেজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।