সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থীর ঘোষণা
- আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে
সরাইলের ৩ নং চুন্টা ইউনিয়নের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামীলীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন লায়ন মাসুদুর রহমান। গতকাল মঙ্গলবার রাতে সরাইল প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি। স্বচ্ছতার ভিত্তিতে তৃলমূল আ’লীগের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করলে তিনি সভাপতি হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে মনে লালন করে দলের জন্য কাজ করছেন। আর গণতন্ত্রের অতন্ত্র প্রহরী তিনবারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই তার লক্ষ্য। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে তিনি ‘বঙ্গবন্ধু যুব কমান্ড’ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি। চুন্টা ইউনিয়ন, উপজেলা ও জেলার নেতৃবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষের দোয়া কামনা করেছেন।
মাহবুব খান বাবুল