শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হলে তাকে ভালোবাসতে হবে -মোকতাদির চৌধুরী এমপি

- আপডেট সময় : ০৮:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবতন দিবস ঐতিহাসিক ১৭ মে উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,আগামী নিবাচন খুবই গুরুত্বপূণ-চ্যালেঞ্জিং। এ নিবাচনে প্রিয়নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হলে শেখ হাসিনাকে ভালোবাসতে হবে সেলিম-দেলোয়ার-বসুনিয়ার মতো। শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে দেশি-বিদেশী মুরুব্বী বা সাহেবদের পরামশ নয় আমাদের পথ শেখ হাসিনার সিরাতুল মুস্তাকিমের পথ। আমাদের পথ শেখ হাসিনার নেতৃত্বে জয়বাংলা,জয় বঙ্গবন্ধু,জাতীয় পতাকা,জাতীয় সঙ্গীতের অনুসৃত পথ। তিনি আজ বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বঙ্গবন্ধু স্কয়ারে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবতন দিবস ঐতিহাসিক ১৭ মে উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন,৭৫ এ জাতীর পিতাকে সপরিবারে হত্যার পর রাষ্ট্র যখন পাকিস্তানী ভাবধারায় পরিচালিত হচ্ছিল এবং আওয়ামী লীগ যখন বহুধায় বিভক্ত ছিলো তখন দেশ ও দলের বৃহত্তর স্বাথেই শেখ হাসিনা অসীম সাহসিকতার সাথে ১৯৮১ সালের এই দিনে দেশে ফিরেছিলেন। তিনি দেশে ফিরিছিলেন বলেই বঙ্গবন্ধুর আদশ ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় প্রথম ধাপ সম্পন্ন হয়েছিলো। শেখ হাসিনা দেশে ফিরে দলের ভেতরে এবং বাইরে বারবার বাঁধা ও ষড়যন্ত্রেও শিকার হয়েছিলেন। কিন্তু দমে যাবার কথা কোনোদিন ভাবেননি। তাকে ১৯ বার হত্যা চেষ্টার পরও তিনি সাহসের সাথে আমাদের এগিয়ে নিয়েছেন-দলকে শক্তিশালী করেছেন-রাষ্ট্রকে উন্নয়নের রোল মডেলে উপনীত করেছেন। প্রিয় নেত্রী সবসময় মধ্যমপন্থা অবলম্বন করতেন করেন। তার পথ সিরাতুল মুস্তাকিমের পথ। তার পথই আমাদের একমাত্র পথ।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র মো.হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজি হেলাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা,জেলা যুবলীগ সভাপতি এড.শাহানুর ইসলাম,সাধারণ সম্পাদক এড.সিরাজুল ইসলাম ফেরদৌস,পৌর আওয়ামী লীগ সহসভাপতি জামাল খান,জেলা স্বেচ্ছাস্বেকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আশরাফ খান আশা,জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক আলম তারা দুলি,জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন।