শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে সরাইল মহিলা কলেজে নানা কর্মসূচি পালিত

- আপডেট সময় : ০৭:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ১৪১ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
স্বাধীনতার মহান স্থাপতি জাতীর জনক শেখ মুজিবুর রহমানের সর্ব কনিষ্ঠ সন্তান শিশু রাসেলের ৫৯তম জন্মদিনে সরাইল মহিলা কলেজে নানা কর্মসূচি পালিত। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে শেখ রাসেলের জন্ম, প্রাথমিক শিক্ষা জীবন, শৈশব নিয়ে রচনা, কবিতা আবৃত্তি, উপসি’ত বক্তৃতা ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাহফুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য ও প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, প্রতিষ্ঠাতা সদস্য মো. ফয়সাল আহমেদ মৃধা দুলাল, উদীচীর সভাপতি মো. মোজাম্মেল পাঠান, শিক্ষার্থী শাহিদা ও নুসরাত। বক্তারা, শেখ রাসেলের জন্ম ও শিশুকালের উপর স্মৃতিচারণ করেন। ১১ বছরের জীবনে তার সংগ্রাম ত্যাগ ও কারাবাসের বর্ণনাও দিয়েছেন। নির্দয়, নির্লজ্জ, পাষন্ড, বর্বর ও কুলাঙ্গাররা শিশু রাসেলকে ব্রাশ ফায়ার করে নির্মম নৃশংষ ভাবে হত্যা করে। রাসেলের অপরাধ সে জাতীর জনকের সন্তান। সবশেষে রাসেলসহ দেশ ও জাতীর জন্য শহিদ হ্রয়া সকল প্রয়াতের জন্য দোয়া করা হয়।