শেখ রাসেলের জন্মদিনে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধা নিবেদন,আলোচনা ও দোয়ার মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ। আজ বুধবার সকালে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। বিকালে শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন এর সঞ্চালনায় মূল বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন,সাবেক প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা,জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা শ্রমিকলীগ সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন আলাল,জেলা কৃষকলীগ যুগ্ম-আহবায়ক সেলিম ভূঞা,জেলা পরিবহন শ্রমিকলীগ সভাপতি বারীন্দ্রনাথ ঘোষ,জেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল,সদর উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আলী আজম,জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আজহারুল হাসান মিঠু।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান বাবুল,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন,সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএএইচ মাহবুব আলম,জেলা আওয়ামী লীগ নেতা শেখ মো.মহসিন, মো.মনির হোসেন,তানজিন আহমেদ,মো.মনির হোসেন,সেলিম রেজা হাবিব,ফারুক আহমেদ,জায়েদুল হক,রেহেনা বেগম রানী,মাহমুদুর রহমান জগলু,কাচন মিয়া,হালিম শাহ লিল মিয়া,আবদুল খালেক বাবুল,জেলা যুবলীগ সভাপতি এড.শাহানুর ইসলাম,জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক আলম তারা দুলি,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন,জেলা মৎস্যজীবি লীগ সাধারণ সম্পাদক শাহপরান। দোয়া পরিচালনা করেন মাও.আলমগীর হোসেন যুক্তিবাদী।