মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
আসন্ন শারদীয় দূর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আজ শনিবার সকালে সরাইল থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউপি চেয়ারম্যান ও উপজেলার ৪৮টি পুঁজা মন্ডপের কমিটির সভাপতি সম্পাদকসহ শতাধিক দায়িত্বশীল লোক উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর রহমান। এস আই আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শিহাবুর রহমান, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, উপজেলা পুঁজা উদ্যাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেবদাস সিংহ রায়, সম্পাদক ঠাকুরধন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, মোস্তাফিজুর রহমান মিষ্টার। এর আগে উম্মূক্ত আলোচনায় অংশ গ্রহন করেন দিলীপ বণিক, বিধান চন্দ্র, পরিমল দাস, নয়ন দেবনাথ, ইন্দ্র, সঞ্জয় দত্ত ও বিশ্বরঞ্জন মল্লিক। সভায় বিভিন্ন প্রস্তাব ও সমস্যার কথা শুনে প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এবার পুঁজার আগেই সমগ্র দেশের ন্যায় প্রত্যেক ইউনিয়ন ও উপজেলায় সম্প্রীতি সমাবেশ হয়েছে। পুঁজার সংগে সম্পৃক্ত দায়িত্বশীলদের আরো সচেতন করার লক্ষ্যেই আজকের মতবিনিময় সভা। প্রশাসনের লোকজন সর্বসময় আপনাদের পাশে ছিল ও থাকবে। কোন ধরণের গুজবে কান দিবেন না। প্রতীমার স্থান পবিত্র রাখবেন। মন্ডপের আশপাশ কোন সময় জনমানব শুন্য রাখবেন না। সর্বসময় ভলান্টিয়ার ও আপনারা সতর্ক থাকবেন। সরকারের দেয়া সকল নির্দেশনা মেনে পুঁজা উদ্যাপন করবেন। ফেসবুকে মিথ্যা ও উস্কানিমূলক লেখায় কান দিবেন না। বরং তাদের আইনের আওতায় আনতে সহায়তা করূন। পুলিশ প্রশাসন ২৪ ঘন্টা আপনাদের পাশে থাকবে। যেকোন সমস্যায় যেকোন সময় প্রত্যেক ইউনিয়নের বিট অফিসারকে জানাবেন। প্রয়োজনে অফিসার ইনচার্জকে জানাবেন। পুঁজায় মহল বিশেষের ষড়যন্ত্র কোন ভাবেই সফল হতে দেবে না পুলিশ। যেকোন অপ্রীতিকর ঘটনার জন্য প্রথম জবাবদীহি করতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের। পুলিশ কোন ধরণের অনিয়ম, উস্কানি ও উশৃঙ্খলতা মেনে নিবে না।