গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়িকে ৮৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একদল সদস্য। গতকাল সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া এলাকার ফ্লামিংগো সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটিও। র্যাব-১৪ এর লিখিত প্রেস রিলিজ সূত্র জানায়, গতকাল সোমবার ভোর ৪টার দিকে র্যাব-১৪ এর সিপিসি-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে তারা সীমান্তবর্তী বিজয়নগর এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক আটক করেন। পরে তল্লাশী চালিয়ে ওই ট্রাক থেকে ২ মণ ৫ কেজি গাঁজা উদ্ধার করেন। গ্রেপ্তার করেন দুই মাদক ব্যবসায়িকে। গ্রেপ্তারকৃতরা হলো- খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার মুসলিমপাড়ার মো. মনির খাঁনের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (২৫) প্রকাশ মঞ্জিল, একই জেলা ও থানার মনুমেম্বার পাড়ার মাহতাব মিয়ার ছেলে মো. মাসুদ রানা (১৯)। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার বিক্রির কথা স্বীকার করেছে। র্যাব জানায় মাদক ব্যবসায়িদের বিরূদ্ধে যথাযথ পক্রিয়ায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাহবুব খান বাবুল