রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর আয়োজনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরন করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের জগৎ বাজার সার পট্টিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান এম. পি. এইচ. এফ আবু ফায়েজ খান চৌধুরি । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব আব ব্রাহ্মণবাড়িয়ার প্রেসিডেন্ট রোটারিয়ান পি. এইচ. এফ সাংবাদিক মো: শাহজাদা। রোটারিয়ান আই. টি. পি. শফিকুল ইসলাম। এসিস্টেন্ট গর্ভনর আশরাফ আহমেদ । রোটারিয়ান ড. মোহাম্মদ সৌকত হোসেন , রোটিয়ান মোস্তাফিজুর রহমান বিপ্লব. রোটারিয়ান হুমায়ুন কবির. এসময় ১০০ জন কে চাল, সেমাই, চিনি, দুধ , কিসমিস, তেল, মুরগ, পেয়াজ, দেওয়া হয়। এসময় রোটারিয়ানদের পক্ষ থেকে বলা হয় রোটারিয়ান সব সময় অসহায় মানুষদের পাশে দাড়িয়েছিল এবারও দাড়িয়েছে। আমরা সব সময় অসহায় মানুষের পাশে দাড়াতে চাই এবং ধারাবাহিকতা অব্যহত থাকবে।
News Title :
রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর মধ্যে ঈদ উপহার বিতরন
- Reporter Name
- Update Time : 10:24:35 pm, Saturday, 30 April 2022
- 141 Time View
Tag :