নড়াইলে হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট, মন্দিরে হামলা-ভাংচুর-লুটপাট-অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুলাই সকালে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু মহাজোটের সভাপতি জয় শংকর চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্দনে বক্তব্য রাখেন জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এডঃ জয়লাল বিশ্বাস, সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পরিতোষ রায়, প্রগতিশীল জোটের আহবায়ক কমরেড নজরুল ইসলাম, বাংলাদেশ জাসদের জেলা সাধারন সম্পাদক জিয়া কারদার নিয়ন,জেলা বাসদের সাধারন সম্পাদক আবু সোহেল সরকার,জেলা হিন্দু মহাজোটের সহ-সভাপতি সুমন সাহা,জেলা যুব মহাজোটের নেতা বিকাশ সুত্রধর আইয়ুশ, সুবল দাস প্রমুখ। মানববন্দন ও সমাবেশে বক্তারা বলেন, রাষ্টীয় পৃষ্টপোষকতায় আমরা সংখ্যালঘুরা বারবারই হামলা-নির্যাতনের শিকার হয়ে আসছি। অতীতে হিন্দুদের উপর হামলার কোনো ঘটনার বিচার ও অপরাধীদের শাস্তি না হওয়ায় হিন্দুদের উপর হামলার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। হিন্দুদের হামলার ঘটনা বিচারহীনতার সংস্কৃতিতে পরিনত হয়েছে। তারা আরোও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা নিজেরাই হিন্দুদের উপর হামলার মত জঘন্য অপরাধে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পরছে। তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, হিন্দুদের উপর হামলাকারীদের দল এবং সরকার-প্রশাসনের ছায়ার নিচ থেকে বের করে দিতে হবে। হিন্দুদের উপর হামলাকারীদের মূখ না দেখে দল না দেখে অপরাধীদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
এনই আকন্ঞ্জি