রামরাইলে জনসংযোগকালে মোকতাদির চৌধুরী এমপি
- আপডেট সময় : ১১:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৪১ বার পড়া হয়েছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীর সেবক। মানুষের সেবা ও কল্যাণ করাই আমার মূল লক্ষ্য। আমাকে এলাকার মানুষ ভালোবেসে বারবার এমপি বানিয়েছে। আমি আমৃত্যু তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। যতোদিন বেঁচে থাকবো ততোদিন মানুষের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো। তিনি আজ সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর,বিজেশ্বর ও উলচাপাড়ায় জনসংযোগকালে এ কথা বলেন। এসময় অন্যান্যের মাঝে উপসি’ত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএএইচ মাহবুব আলম,জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান সেলিম,ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক শাহাদাত খান,যুগ্ম-আহবায়ক মাহফুজ হাজারী,সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম ডাক্তার প্রমূখ।