মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবেশে ছিনতাই করে পালানোর সময় মো. হানিফ মিয়া (৪০) ও মো. বোরহান (২৫) নামের ২ ছিনতাইকারীকে আটক করেছেন হাইওয়ে পুলিশ। হানিফ সদর উপজেলার মহিন ব্যাপারি বাড়ির বিল্লাল মিয়ার ছেলে আর বোরহান বিজয়নগর উপজেলার তারা মিয়ার ছেলে। রোববার দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বছিউড়া গ্রামের বাসিন্দা দানা মিয়ার ছেলে লাদেন মিয়া। তিনি রোববার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। ট্রেনে এসে আশুগঞ্জ থেকে বিশ্বরোড আাসার উদ্যেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় পূর্বেই যাত্রী সেজে বসেছিল দুই ছিনতাইকারী। মালিহাতা এলাকায় আসার পর ওই দুই ছিনতাইকারী অটোরিকশাটি থামিয়ে লাদেনকে জিম্মি করে ফেলে। লাদেনের কাছ থেকে জোর পূর্বক রিয়েলমি সি-১৫ মোবাইল ও নগদ ৫ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় চিৎকসর চেচামিচি করতে থাকেন লাদেন। সড়কে টহলে থাকা খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ দৌঁড়ে এসে ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছেন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকের পর ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা টাকাসহ ছিনতাইকারীদের সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাহবুব খান বাবুল