ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি আবদুল হান্নান রতনের পিতা আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউপি চারবারের ইউপি সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ তোরাব আলী (৮২) শনিবার বিকাল ৫.১২ মিনিটে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিন ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম হাজী মোহাম্মদ তোরাব আলী ছেলে রফিকুল ইসলাম রুবেল জানান তার পিতা শারিরিক ভাবে অসুস্থ্য ছিল। গত ৩০ মে থেকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তবে তার পরিবারের সদস্যরা দেশের বাহিরে অবস্থান করায়, তারা ফেরার পর আগামি বুধবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বগইর গ্রামে তার জানাযা নামায শেষে দাফন করা হবে। মরহুম হাজী মোহাম্মদ তোরাব আলী বড় ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবদুল হান্নান রতন তার সদ্য প্রয়াত পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, এমপি’র শোক:
বাংলাদেশ আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র এক শোক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবদুল হান্নান রতনের পিতা হাজী মোহাম্মদ তোরাব আলীর মৃত্যুতে গভীর শোক ও দুংখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম হাজী মোহাম্মদ তোরাব আলীর আত্নার মাগফেরাত কামনা, শোক সন্তপ্ত পরিবার, পরিজন, আত্নীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।