মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার-লালপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে আল-আমীন (৩৮) নামের এক কাতার প্রবাসী নিহত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল-আমিনের মৃত্যু হয়৷ এর আগে বিকেলে ৪টার দিকে বটতলী বাজারের নাটাই কবরস্থানের দেয়ালের সঙ্গে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কায় আল-আমীন গুরুত্বর আহত হয়। আল-আমীন নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের পশ্চিম পাড়ার বদলের বাড়ির সরুজ মিয়ার ছেলে৷
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন আল-আমীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে আল-আমীন বটতলী বাজার থেকে মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরে দিকে আসছিল। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নাটাই কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে গুরুত্ব ভাবে আহত হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।