মোকতাদির চৌধুরীর নেতৃত্বে নিরাপদে থাকবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ-কবি জয়দুল হোসেন

- আপডেট সময় : ০৭:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করেছে তিতাস আবৃত্তি সংগঠন। আজ শুক্রবার সকাল ১১ টায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন। সংগঠনের উপদেষ্টা কবি ও কথাশিল্পী আবদুর রহিমের সভাপতিত্বে স্বাগত ভাষণ দেন সংগঠনের সহকারি পরিচালক সুজন সরকার। আবৃত্তিশিল্পী রেজা এ রাব্বীর সঞ্চালনায় এসময় শুভেচ্ছা জানান চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার সভাপতি কবি আমির হোসেন, খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ফজলুর রহমান মুকুল,কবি রুদ্র মো.ইদ্রিস, সমাজকর্মী শেখ জাহাঙ্গীর,কবির কলম সভাপতি তিতাস হুমায়ুন,সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির। অনুষ্ঠানে কবি জয়দুল হোসেন বলেন,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী মন্ত্রী হওয়ায় আমরা আননিদত। আজকে তার জন্মদিনের অনুষ্ঠানে দাঁড়িয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি তিনি দেশ ও জনগণের সেবায় সফল হবেন। তাঁর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিরাপদে থাকবে,উন্নয়নযাত্রা অব্যাহত থাকবে-এটাই প্রত্যাশা করি।