মুজিবনগর দিবসকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করে ব্যাপকভাবে পালনের ব্যবস্থা করতে হবে; ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভায় বক্তাগণ
ঐতিহাসিক মুজিবনগর দিবসকে জাতীয় দিবস হিসাবে পালন করার দাবী জানানোর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মুজিবনগর দিবস পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। সাধারণ সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবু,যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ,কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয়,কার্যকরী সদস্য মুজিবুর রহমান পারভেজ,জহির রায়হান। সভায় বক্তাগণ বলেন,মুজিবননগর আমাদের ইতিহাসের উজ্জলতম অধ্যায়। মুজিবনগর সরকারই জাতির পিতার অনুপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধকে বিজয়ের পথে এগিয়ে নিয়েছে। তাই মুজিবনগর দিবসকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করে ব্যাপকভাবে পালনের ব্যবস্থা করতে হবে।