সরাইলের আওয়ামীলীগ নেতা ইকবাল আজাদ হত্যা মামলাটি প্রত্যাহারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি দিয়েছেন সরাইলের মুক্তিযোদ্ধারা। ২৬ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষর সম্বলিত ওই স্মারক লিপিটি আজ বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের কাছে জমা দিয়েছেন সাবেক কমান্ডার মো. ইসমত আলী ও সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। স্মারক লিপিতে বলা হয় রাজনৈতিক উদ্যেশ্যে ওই হত্যা মামলায় তৎকালীন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, ডেপুটি কমান্ডার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীকে আসামী করা হয়েছে। অথচ তারা নির্দোষ। আ’লীগের নাম ধারণ করে বহিরাগত কিছু লোক তাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করেছে। খন্দকার মোস্তাক ও জামাত শিবিরের প্রেতাত্বারা সরাইল থেকে আ’লীগের নাম মুছে দিতে তাদের উপর জুলুম অত্যাচার করেছে। তারা বঙ্গবন্ধুর সৈনিক জাতির শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুর ডাকেই পরিবার পরিজন ও জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা। তারা গত ২৭ জুন সংসদে দেওয়া মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগমের বক্তব্যকে মিথ্যা আখ্যায়িত করে নিন্দা জানান।
মাহবুব খান বাবুল