মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান শিক্ষায় অনীহা-আমাদের করণীয় শীর্ষক সেমিনার

- আপডেট সময় : ০৯:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ১৪৩ বার পড়া হয়েছে
বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের অনীহা দূরীকরনে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে প্রফেসর ফাহিমা খাতুন
ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান শিক্ষায় অনীহা-আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও মাউশির সাবেক মহা পরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। তিনি বলেন, বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের অনীহা দূরীকরনে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (এআরডি) প্রতিষ্ঠাতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধক্ষ্য প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্রাচার্য্য । সেমিনারে বক্তৃতা করেন ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ,সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল ,ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকমোহাম্মদ মোস্তফা কামাল,নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ সাহিদুল ইসলাম,ও চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন প্রমুখ। স্কুল ভিত্তিক বিজ্ঞান শিক্ষার বিভিন্ন সফল কার্যক্রম সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন ভাদুঘর মাহবুবল হুদা বিজ্ঞান ক্লাবের নির্বাহী সদস্য সায়মা আক্তার জেরিন। এআরডি -পিএসই প্রকল্প সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস সেমিনারে উপস্থাপনা করেন। সেমিনারে প্রকল্পভুক্ত বিদ্যালয় সমূহের বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ,প্রধান শিক্ষক, সরকারি – বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযুদ্ধা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।