মাধ্যমিক পরীক্ষা-২০২২ সরাইলে এক পরীক্ষার্থী বহিস্কার

0
332
bohiskar
bohiskar

মাহবুব খান বাবুল: সরাইল থেকে:

মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে সরাইলে মো. আমিনুল ইসলাম নামের এক পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। আমিনুল পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের নিয়মিত ছাত্র। তার পরীক্ষা কেন্দ্র কালীকচ্ছ এম.এ বাশার আইডিয়াল ইন্সটিটিউট (ভোকেশনাল-৬৪০০৮)। রোল নম্বর- ৭৬২২০৭। রেজি: নম্বর-২৭০১০৫৭১৮১। সেশন-২০২০ খ্রি.। আজ বৃহস্পতিবার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে অসদোপায় অবলম্বনের সময় দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার হাতে কাগজসহ ধরা পড়ে আমিনুল। পরে কর্মকর্তার নির্দেশে কেন্দ্র সচিব মো. কায়কোবাদ ওই ছাত্রকে এক বছরের জন্য বহিস্কার করেন। অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দে চলমান মাধ্যমিক পরীক্ষায় সে আর অংশ গ্রহন করতে পারবে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অংকের নোট নিয়ে পরীক্ষা দেয়াকালে হাতেনাতে ধরা পড়ায় তার বিরূদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় সরাইলে বহিস্কার এই প্রথম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here