‘মাদক জুয়া দাঙ্গা প্রতিরোধে সকলেই এগিয়ে আসুন’ সরাইলে বিট পুলিশিং সভায় বক্তারা
- আপডেট সময় : ০৯:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মলাইশ গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এডভোকেট কামরুজ্জামান আনসারী। নুর হেলালের কোরআন তেলাওয়াত ও শেখ বরকত উল্লাহ স্বাধীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ইউপি আ’লীগের সভাপতি সাইফুল্লাহ ঠাকুর, সম্পাদক লুৎফর রহমান মিয়া, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ জুমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অক্ষয় কুমার চৌধুরী, আ’লীগ নেতা আরিফুর রহমান বুলবুল, সারোয়ার আহমেদ চৌধুরী, সানোয়ার চৌধুরী, কাষ্টম কর্মকর্তা রাজিব রায় ও ইউপি সদস্য আলী রাজা। বক্তারা বলেন, পুলিশের একার পক্ষে সকল সমস্যা ও অপরাধ দমন করা সম্ভব নয়। এ ছাড়া অপরাধী ও মাদকাসক্ত একদিনে হয়নি। তাই প্রত্যেকের সন্তানকে সঠিক পথে পরিচালিত করা ও পাঠদানে মনোযোগি করা অভিভাবকদের দায়িত্ব। সকল প্রকার সামাজিক অবক্ষয় ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধি, সুশিল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নিজ এলাকাকে মাদক জুয়া দাঙ্গাসহ নানা অপরাধ দমনে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। পুলিশের পাশে দাঁড়িয়ে পুলিশের ভূমিকায় কাজ করুন। দালালের মাধ্যমে থানায় যাবেননা। কারণ দালালদের অধিকাংশই ধান্ধাবাজ ও ঠকবাজ। ছোটখাট ঘটনায় মামলা করার চিন্তা করবেন না। দাঙ্গা করে লাভ নেই। ভাল লোকটি বিকলাঙ্গ হয়। প্রতিবন্ধী হয়। অনেক সময় মায়ের কোল খালি হয়। স্ত্রী বিধবা হয়। সন্তানরা চিরতরে এতিম হয়। তাই এসব পরিহার করুন। সকলে মিলে মাদক জুয়া ও দাঙ্গা মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হউন। সভাটি স্বার্থক করতে কাজ করেছেন বিট অফিসার এস আই মো. জসিম উদ্দিন ও সমন্বয়কারী কন্সটেবল নাজমুল আকন্দ।