ব্রাহ্মণবাড়িয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৭ অক্টোবর) দুপুর ১২টায় সদর উপজেলার সুহিলপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে আগুনে পুড়ে যাওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনে ওয়্যারহাউজ ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড থেকে একটি প্রাইভেটকার জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে সুহিলপুর এলাকায় আসার পর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়িটিতে চালক ছাড়া আর কোনো আরোহী ছিলেন না। তবে চালক অক্ষত আছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লেগছে।
News Title :
মহাসড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন
- Reporter Name
- Update Time : 08:25:29 pm, Friday, 7 October 2022
- 172 Time View
Tag :