মহাসড়কে এমন প্রতিযোগিতায় ঝড়ে যায় প্রাণ!

- আপডেট সময় : ০৮:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ২৬১ বার পড়া হয়েছে
মহাসড়কে অটোরিকশার এমন প্রতিযোগিতায়-ই ঝড়ে যায় মানুষের প্রাণ। ঝড়ছেও প্রতিনিয়ত। আজ শুক্রবার সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বাড়িউড়া হাতিরপুল, শাহবাজপুর প্রথম গেইট ও ইসলামাবাদ এলাকা থেকে ছবি গুলো ধারণ করা। এই মহাসড়কের এমনসব ঝুঁকিপূর্ণ চিত্র নিয়মিত। এ ছাড়া এসব অটোরিকশার অধিকাংশ চালকের নেই লাইসেন্স। অর্ধেকেরও বেশী এরা শিশু। তাই জাতীয় এই মহাসড়কের আশুগঞ্জ থেকে রামপুরা পর্যন্ত এলাকায় প্রতিনিয়ত ঘটছে বড় ধরণের দূর্ঘনাও প্রাণহানি। এ সড়কের রামপুরা এলাকায় অতিসম্প্রতি অটোরিকশা দূর্ঘটনায় ঝড়ে পড়েছিল তরতাজা তিন ইটভাটা শ্রমিকের প্রাণ। হাতের মেহেদির রং মুছার আগেই বিধবা হয়ে গেছেন শাহবাজপুর গ্রামের এক যুবতী। সরাইলে ব্র্যাক অফিস সংলগ্ন জায়গায় স্ত্রী পুত্র সহ প্রাণ হারিয়েছিলেন শায়েস্তাগঞ্জের জনপ্রিয় পৌর চেয়ারম্যান মুমিনুল মউজদিন। আর ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের ১০ যাত্রী নিহত হয়েছিল। শাহবাজপুর জিলানী পাম্পের কাছে অটোরিকশার যাত্রী পল্লী চিকিৎসক মো. ইলিয়াছ স্ত্রী ও দুই শিশু সন্তানসহ নিহত হয়েছিলেন। অটোরিকশার এমন বেপরোয়া ও অযথা বড় গাড়ির সাথে মহাসড়কে প্রতিযোগিতার কারণেই কিছু দিন পরপরই ঝড়ছে তাজা প্রাণ। ঘটনার পর সাময়িক একটু লোক দেখানো ব্যবস্থা। ২-৩ দিন পরই সব শেষ। ফিরে যাচ্ছে পুরনো চিত্রে। চালক, মালিক, শ্রমিক ও পুলিশ সবাই চলছে একই নিয়মে। তবে পথচারী ও সাধারণ মানুষ নিরাপদ সড়ক চাই। চাই শান্তিতে বাঁচতে।
মাহবুব খান বাবুল