‘ভাষা আন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা

- আপডেট সময় : ০২:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ ১১০ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বুধবার সন্ধ্যায় ‘ভাষা অন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭০ বছর আগের সরাইলের গর্বিত ইতিহাস জাতীর সামনে তুলে ধরে সরাইল প্রেসক্লাবও আরেকটি ইতিহাসের জন্ম দিয়েছেন। সভায় দুটি গুরূত্বপূর্ণ প্রস্তাব রাখেন অতিথিবৃন্দ। আগামী বছর জাতীয় প্রেসক্লাবের এ বিষয়ে আলোচনা সভা করা। অপরটি হচ্ছে সর্ব প্রথম বাংলা ভাষার দাবী উত্থাপনকারী সরাইলের প্রয়াত সেই বীর শিক্ষকদের স্মরণীয় করে রাখতে উপজেলা চত্বরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা। প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। শুরূতেই এ বিষয়ের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ। সাহিত্য সম্পাদক জহিরূল ইসলামের সঞ্চালনায় ক্বারী মো. জামাল হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন-বেসরকারী শিক্ষক কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যাপক শাহজাহান আলম সাজু, ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি ও অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি এ্যাডভোকেট কামরূজ্জামান আনসারী, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরূয়াইল কলেজের অধ্যক্ষ মো. মুখলেছুর রহমান, ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, আ’লীগ নেতা সৈয়দ নজরূল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা এ্যাডভোকেট আব্দুর রাশেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, মহিলা কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলী, শিক্ষক রফিকুল ইসলাম মানিক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সামছুল আলম, ক্রীড়া সংস্থার সম্পাদক এস এম ফরিদ, উদীচীর সম্পাদক মো. সুমন পারভেজ ও ডিপিএফ’র সম্পাদক মো. শরীফ উদ্দিন। বক্তারা বলেন, ১৯৪৭ সালে তমুদ্দিন মজলিশ ও মুসলিম ছাত্রলীগের যুক্ত কমিটির আহবানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে ওই বছরের ২১ ডিসেম্বর সরাইল থানা প্রাথমিক শিক্ষক সমিতির এক সভায় বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি প্রস্তাব দিলে তা গৃহীত হয়। তবে ওই শিক্ষকদের উপর প্রশাসনিক নির্যাতন চলছিল। কেউ ঘরে ঘুমাতে পারেননি। ১৯৪৮ সালের ৫ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছিল। বিষয়টি প্রথম আলোচনায় আনেন সাবেক এমপি এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি সরাইলকে ভাষা আন্দোলনের সূঁতিকাগার ঘোষণা করার জন্য মহান জাতীয় সংসদেও দাবী রাখেন। ৭৬ বছর পরও এখনো বিষয়টি অনেকেই জানেন না। দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে গত কয়েক বছর ধরে সরাইল প্রেসক্লাব আলোচনা সভার আয়োজন করে আরেকটি ইতিহাসের জন্ম দিয়েছে।