ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন জাপা’র মনোনয়ন পেলেন আব্দুল হামিদ
![](https://digitalbrahmanbaria.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে
স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা সাবেক এমপি মৃধার
মাহবুব খান বাবুল, সরাইল থেকে:
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন (লাঙ্গল) পেলেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মো. আব্দুল হামিদ। আজ মঙ্গলবার মনোনয়ন প্রদানের চুড়ান্ত সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া। সপ্তাহ দিন আগেও এই আসনে এখানে জাপা’র প্রার্থী ছিলেন এ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া। তবে এই আসনে মহাজোটের দুইবারের সাবেক এমপি, জাপা’র কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় প্রস’তি কমিটির সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তবে উম্মুক্ত ঘোষণা করায় আওয়ামীলীগের একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে দৌঁড়ঝাঁড় করছেন। মনোনয়ন ক্রয় করেছেন এই আসন থেকে বিএনপি’র টিকিটে পাঁচ বারের এমপি দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সাবেক সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। একাধিক দলের নেতা কর্মী ও সাধারণ মানুষ বলছেন এই আসনের মনোনয়ন নাটকের শেষ কোথায়? দলীয় একাধিক সূত্র ও সরজমিন অনুসন্ধানে জানা যায়, আজ জাপা’র কেন্দ্রীয় কমিটির মনোনয়ন প্রদান বিষয়ের চুড়ান্ত সভার সিদ্ধান্ত মোতাবেক এড. মো. আব্দুল হামিদকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এর আগে গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার এই আসনে এড. রেজাউল ইসলামকে দলীয় মনোনয়ন দিয়েছিল জাপা। মাত্র ৮ দিনের মধ্যে আবারও প্রার্থী পরিবর্তন করেছে দলটি। জাপা’র ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এড. মো. আব্দুল হামিদ বলেন, আমি জাপা’র দলীয় প্রতীক পেয়েছি। আমি নির্বাচন করার জন্য প্রস’ত। দল মনোনয়ন দিয়েছেন। আমাকে নির্বাচনে সহযোগিতা করবেন জাপা নেতা রেজাউল ইসলাম ও সাবেক এমপি জিয়াউল হক মৃধা। তাদের সাথে কথা হয়েছে। সরাইল উপজেলা জাপা’র সভাপতি ও সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, আব্দুল হামিদের কোন ফাউন্ডেশন নেই। নির্বাচনে ভাল করতে পারবেন না। তাকে মনোনয়ন দিয়েছেন জিএম কাদের। জিয়াউল হক মৃধার ভোট ব্যাংক আছে। হামিদের তা নেই। আমি মৃধার পক্ষেই কাজ করব। এ বিষয়ে জানতে মহাজোটের সাবেক এমপি মৃধা বলেন, জাপা’র মনোনয়ন কে পেয়েছে সেটা আমার জানার বিষয় না। হামিদ আমাকে কিছু বলেনি। জিএম কাদের গংরা আমার মনোনয়ন নিয়ে তামাশা করছেন। আমার অধিকার আদায়ের জন্য মামলা করেছি। তাই তিনি আমার উপর ক্ষুদ্ধ। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তিনি আমার উপর স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছেন। যা দলের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী ও সাংঘর্ষিক। গত ২০১৮ সালেও তিনিরা আমাকে নিয়ে তামাশা করেছেন। সরাইল আশুগঞ্জের মানুষের উপর আমার আস্থা আছে। আমার উপরও তাদের আস্থা আছে। আমি তাদের আশির্বাদপুষ্ট। তাদেরকে আমি ভালবাসি। আমি অবশ্যই নির্বাচন করব। জাপার প্রেসিডিয়াম সদস্য এড. রেজাউল ইসলাম ভূঁইয়া আব্দুল হামিদ দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি মনোনয়ন পেয়েছিলাম। দল চুড়ান্ত সভায় আজ হামিদকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু দল করি অবশ্যই দলের সিদ্ধান্ত মানতে হবে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাপা’র প্রার্থী আব্দুল হামিদ। আমি অবশ্যই দলকে সাথে নিয়ে তার পক্ষে কাজ করব।