ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএফইউজে নেতৃবৃন্দ
- আপডেট সময় : ০৫:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শন ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ভূঁইয়া ম্যানশনে এ কর্মসূচী পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় বিএফইউজে সভাপতি মো.ওমর ফারুক,সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,মনজুরুল আহসান বুলবুল,বর্তমান কমিটির সহসভাপতি মো.শহীদুল আলম,যুগ্ম-মহাসচিব কাজী মহসিন,কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল,নির্বাহী সদস্য প্রণব বড়-য়া অর্ণব,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবু,যুগ্ম-মহাসচিব ফরহাদুল ইসলাম পারভেজ,কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয়,কার্যকরী সদস্য মুজিবুর রহমান খান। সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন,আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের কল্যাণে ও দাবী আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে। সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের গঠন-কার্যক্রম সম্পূর্ণ আলাদা। কেউ কারো প্রতিদ্বন্ধী ও প্রতিপক্ষ নয়। সাংবাদিকদের অধিকার আদায়ের মূখ্য ভ’মিকা পালন করবে সাংবাদিক ইউনিয়ন।