আজ সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ বাংলা বিভাগে এই অনুষ্ঠান পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্রবিভাগের সহযোগী অধ্যাপক জনাব নির আলম, প্রভাষক রাজন মিয়া, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ,প্রভাষক মনির হোসের সহ বিভাগের অগ্রজ অনুজ নবীন প্রবীন শিক্ষার্থীরা। বাংলা বিভাগ মানে কথার সারস এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মান তৃতীয় বর্ষের ছাত্র সাফুয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রভাষক রাজন মিয়া তিনি তার বক্তব্যে নবীনদের নিয়মত ক্লাসে আসার আহবান ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বুদ্ধিদীপ্ত কথা বলেন। বিষয়ভিত্তিক বিষয়ে পড়েও চাকরিতে অনেকাংশে অমিল থাকে, তবুও চিন্তা চেতনা করে পড়াশোনা চালিয়ে যেতে হবে এমন কথা বলে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়েছেন অত্র বিভাগের প্রভাষক মনির হোসেন। তার পাশাপাশি বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সবসময় সৃজনশীল কাজে সম্পৃক্ত থাকার আহবান করেন সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সর্বশেষ সভাপতির বক্তব্যে বিভাগের বিভাগীয় প্রধান জনাব নূর মোহাম্মদ বলেন – জানার জগৎ আমাদের কে বড় করতে হবে, আর যারা বাংলা বিভাগে এসেছো তাদের জন্য শুভ কামনা,আপনারা শুদ্ধাচার চর্চা করুন, আবৃত্তি চর্চা করুন, বিতর্ক সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে উপস্থিত থাকুন, আর জ্ঞানের মহিমায় মহিমান্বিত করুন নিজেকে। দেশ, সমাজ তথা রাষ্ট্রে ছড়িয়ে পড়ুক আপনার সুপ্ত প্রতিভা, । তার পাশাপাশি বক্তব্য রাখেন বিভাগের অগ্রজ মাসুম মিয়া, অনুজ সুইটি বিনতে করিম, নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সজীব আচার্য্য।অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তিলাওয়াত, গীতা পাঠের মাধ্যমে শুরু হয়েছিল।তারপর অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রনাথের কবিতা পাঠ রেজা এ রাব্বি, সংগীত পরিবেশন করেন নিবেদিতা রায়।অনুষ্ঠানে তারপরে নবীনদের ফুল দিয়ে বরণ ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
News Title :
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ বাংলা বিভাগে নবীনবরণ অনুষ্ঠান পালিত হয়েছে।
- Reporter Name
- Update Time : 03:32:28 pm, Wednesday, 20 July 2022
- 249 Time View
Tag :
জনপ্রিয় খবর