ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল গেটে যুবকের লাশ।
- আপডেট সময় : ১০:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২ ৭৭৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গেটের সামনে মুসলিম ভূইয়া (৩২) নামের এক যুবকের লাশের সন্ধান মিলেছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে লাশের বিষয়টি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সূত্রে জানা গেছে। মুসলিম ভূইয়া পৌরশহরের মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। হাসপাতালের মাস্ক বিক্রেতা আলী জানান, রোববার বিকেলে ২-৩ জন যুবক ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে মুসলিম নামের এক যুবককে উদ্ধার করে সদর হাসপাতালের গেটে রেখে চলে যান। তারপর তারা কয়েকজন ওই যুবককে ধরাধরি করে ইমার্জেন্সি নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুসলিমের বড়বোন শিরিন বেগম জানান, মুসলিম সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে গিয়ে রোগীদেরকে নিয়ে ডাক্তার দেখাতেন। তার ভাই মুসলিম মাদকসেবী ছিল। মুসলিমের স্ত্রী নেই, তবে তার একটি ছেলে সন্তান আছে। হাসপাতালের মাধ্যমে খোঁজ পেয়ে এসে দেখি মুসলিম মারা গেছে। মৃত্যুর ব্যাপারে কিছু বলতে পারেনা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, হাসপাতাল সূত্রে জেনেছি এক যুবক মারা গেছে। মৃত্যুর ব্যাপারে কোন অভিযোগ নেই বলে, পরিবারের লোকেরা মৃতের লাশ বাড়িতে নিয়ে গেছেন।