ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন করোনায় আক্রান্ত

ডিঃব্রাঃ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
শনিবার (৩ এপ্রিল) হাসপাতালের আবাসিক চিকিৎসক হিমেল খান সাংবাদিকদের এ তথ্য জানান, গত শনিবার (২৭ মার্চ) ডা. শওকত হোসেন স্যার র্যাপিড এন্টিজেন রিপোর্টের জন্য নমুনা দেন। ওই সময় স্যারের করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ আসে। পরে স্যারের করোনা ভাইরাসের এন্টিজেন রিপোর্ট নেগেটিভ আসায় ওইদিন আরটি পিসিআর এর জন্য স্যারের আবার নমুনা সংগ্রহ করে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এক সপ্তাহ পর শনিবার (৩ এপ্রিল) পিসিআর ল্যাবের রিপোর্টে হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন স্যার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে জানা যায়। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন সাংবাদিকদের জানান, আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তিনি সবাইকে মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রেখে সচেতন হয়ে চলতে অনুরোধ করেন।