ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে গাইনী বিভাগের সাইন্টেফিক সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ ৭৩৮ বার পড়া হয়েছে
চিকিৎসা বিজ্ঞানে নিত্য নতুন প্রযুক্তির ফলে আজ মরণব্যাধি ক্যান্সারও নিরাময়ের পথে। আজ রবিবার ১৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে গাইনী বিভাগের সাইন্টেফিক সেমিনার অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ সাবেরা খাতুন বলেন। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মাননীয় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনী ক্যান্সার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সাবেরা খাতুন। ইন্টার্ণ ডাঃ আলী কাউসার বুলবুল ও নাদিয়া ফয়েজ প্রেরণা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ রণজিৎ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনী ক্যান্সার বিভাগের অধ্যাপক ডাঃ ফৌজিয়া হোসাইন, সহযোগী অধ্যাপক ডাঃ কাশখিফা খাতুন, ওজিএসবি এর সভাপতি (ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী) ডাঃ ফৌজিয়া আক্তার। সেমিনারে সকলেই চিকিৎসা বিজ্ঞানের অগ্রাধিক উন্নতি ও আধুনিক প্রযুক্তির বার্তা প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী শাহনাজ বেগম, সহকারী অধ্যাপক ডাঃ নাসিমা আক্তার, সহকারী অধ্যাপক ডাঃ সায়মা রহমান ইমা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত সকল গাইনী বিভাগের চিকিৎসক, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, প্রভাষক ও ইন্টার্ণ চিকিৎসকগণ সেমিনারে স্বত:ফুর্ত ভাবে অংশ গ্রহণ সম্পন্ন করেন।