ব্রাহ্মণবাড়িয়া মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম সভায় বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবী
ব্রাহ্মণবাড়িয়া সরাইল কালিকচ্ছে বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মহান বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবী জানিয়েছে মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম। আজ সোমবার বিকালে অনুষ্ঠিত মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের পরিকল্পনা সভায় এ দাবী জানানো হয়। ফোরামের সিনিয়র সহসভাপতি এড.তাসলিমা সুলতানা খানমের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক। ফোরামের যুগ্ম-সম্পাদক রাজনৈতিক ফেলো মিনহাজ মামুন ও সাঈদ হাসান সানীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী,নোঙর সভাপতি শামীম আহমেদ,মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম সহসভাপতি মো.মনির হোসেন,শামীমা বাছির স্মৃতি,জিয়ার রহমান লাভলু,যুগ্ম-সম্পাদক আশিকুল ইসলাম পাঠান সোহাগ,সাংগঠনিক সম্পাদক মুনিরুজ্জামান ভূঞা শিপু,সমীর চক্রবর্তী,মাহমুদ হাসান নাহিদ,অর্থ সম্পাদক জান্নাত পারভীন স্মৃতি,সদস্য রাবেয়া খাতুন রাখী,পাপড়ি আক্তার,শামীমা আক্তার,খালেদা মুন্নী,আফরিন ফাতিহা জুঁই,শান্তা আক্তার। সভায় বক্তাগণ বলেন,উল্লাসকর দত্ত আমাদের জেলাবাসীর অহংকার। তিনি আমাদের স্বাধীনতা ও উজ্জল ইতিহাসের অংশ। তাঁর বাড়িটি সংরক্ষণ করে প্রত্ন সম্পদ হিসাবে ঘোষণা করা অত্যন্ত জরুরী।