ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে মধ্যপাড়া মহেশ্বরী দীঘি সৌন্দর্য বর্দ্ধনে বৃক্ষরোপণ
- আপডেট সময় : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ৪৪১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে ৫নং ওয়ার্ডের মধ্যপাড়াস্থ মহেশ্বরী দীঘির সৌন্দর্য বর্দ্ধনে বৃক্ষরোপণ করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আঃ কুদদূস উপস্থিত হয়ে মহেশ্বরী দীঘির চারপাশে ৪৩টি ফুল, ফল ও ঔষধী গাছ রোপণ করেন। এছাড়াও এদিন সকাল থেকে পুকুরের তলদেশ থেকে এক্সাভেটরের মাধ্যমে পাঁচ ট্রাক ময়লা উত্তোলন করা হয়। বিষয়টি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আঃ কুদদূস বলেন, শহরের মধ্যপাড়ার মহেশ্বরী দীঘিটি দীর্ঘদিন অবৈধভাবে দখল ও পাড়বাসীদের অবহেলার কারণে জরাজীর্ণ হয়ে আছে। মহেশ্বরী দীঘিটি পৌরসভার সম্পদ। পুকুরের চারপাশে বৃক্ষরোপণের পাশাপাশি চারিপাশে বসার স্থান তৈরি করে দেয়া হবে, পুকুর ব্যবহারের জন্য সিঁড়ি ঘাট নির্মাণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুকলেসুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি শামীম আহমেদ ও সোহেল আহাদ। উল্লেখ্য যে, গত ২৭ জুলাই বুধবার বিকালে মহেশ্বরী দীঘির অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধারে পৌর কর্তৃপক্ষ অভিযান করেন।