সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ ৫৩ বার পড়া হয়েছে
নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের মসজিদ রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আজিজুল হক। জেলা নিরপাদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা রেস্তোরা মালিখ সমিতির সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম। কর্মশালায় জেলার খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ১২০ জন অংশগ্রহন করেন। এ সময় তাদের নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদনের বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।