ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধাবঞ্চিতদের মাঝে পূজাবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০৬:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ ২২৯ বার পড়া হয়েছে
“এসো এগিয়ে যাই, মানবতার কল্যানে” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন শারদীয় দূর্গোৎসবের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিতদের মাঝে পূজাবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মানবিক সংগঠন “আলোর পথে”র মানবিক এ উদ্যোগ গ্রহন করা হয়। এ উপলক্ষে শহরের আইডিয়াল রেসিডেন্সিয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা সোপানুল ইসলাম। এ সময় তিনি বলেন, উৎসবের এই আনন্দঘন সময়ে কেউ যাতে উদাস না থাকে মানুষ হিসেবে এটাই আমাদের কাম্য। আলোর পথে সংগঠন পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে যে উদ্যোগটি গ্রহন করেছে তা হৃদয় ছুয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এটাই কামনা করি। সকলে মিলি ধর্ম, বর্ণ নির্বিশেষ একটি সুন্দর বাংলাদেশ ও সুন্দর সমাজ গড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যান সংসদের সভাপতি জসীম উদ্দিন ব্যাপারী, আলোর পথে সংগঠনের সভাপতি ডাক্তার মোঃ নুরুল হুদা পাভেল, সাধারণ সম্পাদক পুষ্পেন ভৌমিক, যুগ্ম সম্পাদক তাহসিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোকন সাহা। পরে অতিথিবৃন্দ ৫০টি পরিবারে পূজাবস্ত্র হিসেবে শাড়ী প্রদান করেন।