ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিনের অদ্বৈত মেলা ২০২৩।
- আপডেট সময় : ০৮:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে
অদ্বৈত মেলা ও নানা কার্যক্রমের মধ্যদিয়ে অদ্বৈত মল্লবর্মণ সম্বন্ধে আগামী প্রজন্ম আরো বেশি জানার ও বুঝবার সুযোগ পাবে—মোকতাদির চৌধুরী এমপি ” তিতাস একটি নদীর নাম ” নন্দিত উপন্যাসের জনক ও বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবমণ এর জন্মবাষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিনের অদ্বৈত মেলা ২০২৩। আজ রোববার বিকালে মোবাইল ফোনে যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিতাস আবৃতি সংগঠনের আয়োজনে ও ইউনিভাসেল মেডিকেল সাভিসেস লিমিটেড এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস আবৃতি সংগঠনের পরিচালক সাংবাদিক মো. মনির হোসেন। উদ্বোধনী বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, তিতাস পাড়ের অমর কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ আমাদের সংস্কৃতির অহংকার। তাকে অনুস্ম্বরণ করে অনুপ্রানীত হয়ে আমাদের আগামী প্রজন্মকে নতুন উদ্যোমে এগিয়ে যেতে হবে। তিনি নতুন প্রজন্মের মধ্যে অদ্বৈত মল্লবর্মনের চেতনার বীজ বপন করতে হবে অভিমত ব্যক্ত করতে হলে বলে বলেন,অদ্বৈত মেলা ও নানা কার্যক্রমের মধ্যদিয়ে অদ্বৈত মল্লবর্মণ সম্বন্ধে আগামী প্রজন্ম আরো বেশি জানার ও বুঝবার সুযোগ পাবে। তিনি আরো বলেন,আমি মনে প্রানে এই মেলার সফলতা কামনা করছি । তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক উত্তম কুমার দাস ও আবৃত্তিশিল্পী সানজিয়া আফরিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্িহত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ – সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া ম্যাডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ আবু সায়ীদ,বরেণ্য লেখক অধ্যাপক মানবদ্ধন পাল, বাংলাদেশ আবৃত্তি সংগঠনের যুগ্ম-সম্পাদক কাজী মাহতাব সুমন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী প্রমুখ। এর আগে সকাল ১০ টায় পৌর এলাকার গোকণঘাটে অদ্বৈত মল্লবমণের জন্মভিটায় অদ্বৈত ভাস্কযে ফুলের স্তবক অপণ করেন তিতাস আবৃত্তি সংগঠনের সদস্যরা।