যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে শহরের ফুলবাড়িয়া ও মুন্সেফপাড়াকে মাদকমুক্ত করার দাবী নিয়ে এলাকার বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেয়। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তি জহিরুল হক জরু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগ নেতা এমরান হোসেন মাসুদ, জালাল উদ্দিন, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, লুৎফুর রহমান মুন্সীসহ এলাকার ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী সজরুল হক সুজন তার স্ত্রী লীনা এবং ছেলে ভিক্টর শহরের ফুলবাড়িয়া ও মুন্সেফপাড়ায় মাদক বিক্রী করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদেরকে নানাভাবে হয়রাণির শিকার হতে হয়। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। মাদকের ছড়াছড়ির ফলে এই এলাকার যুব সমাজ ধ্বংসের পাথে। তাই আমরা প্রশাসেনর কাছে জোর দাবী জানাই, মাদক ব্যবসায়ী এই পরিবারটির সদস্যদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হউক।
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী
- Reporter Name
- Update Time : 09:50:25 pm, Friday, 8 July 2022
- 153 Time View
Tag :