আজ ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। আজ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা শহরের ফারুকী পার্কস্থ স্মৃতিসৌধে প্রথমে পুস্ফস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. শাহগীর আলমের নেতৃত্বে জেলা প্রশাসন। এরপর পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, বিএনপি, প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে সকাল ৮টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ, নাটক ও ডিসপ্লে পরিবেশন করা হয়। জেলা প্রশাসন থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়া জেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।