১৯৭১ ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা বিচার বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও বিভিন্ন সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানসহ নানা শ্রেনী পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশের পক্ষ থেকে শহিদদের প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। এছাড়াও দিনটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, ভার্চুয়াল আলোচনা সভাসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভার্চ্যুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোকতাদির চৌধুরী বলেন, ৫২ এর ভাষা আন্দোলন বাঙ্গালি জাতির গৌরবোজ্জল অধ্যায়। বিশ্বব্যাপী বাঙ্গালির এই বীরত্বের গাঁথা সমাদৃত। বাঙ্গালিই একমাত্র জাতি যারা মায়ের ভাষার জন্য রাজপথে তাজা রক্ত বিসর্জন দিয়েছিল। যার ফলে বাংলা আমাদের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এবং সারা বিশ্বেই এই দিনটি একযোগে পালিত হয়। তিনি তার বক্তব্যে দেশের প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও প্রসার নিশ্চিত হলে শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।