ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভাতিজার ঘুষিতে খায়ের মিয়া (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারে এই ঘটনা ঘটে। নিহত খায়ের মিয়া ওই এলাকার আবুল কালামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত রফিক নিহতের চাচা বলে জানা গেছে। নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ ঢাকা মেইলকে জানান, খায়ের মিয়া সঙ্গে তার চাচাত ভাই মন্নাফ মিয়ার ছেলে রফিক মিয়ার দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা বন্টন সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলে আসছিল। আজ সকালে কুড়িঘর বাজারে একটি দোকানে দুজন চা পান করছিলেন৷ একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে রফিক মিয়া এক পর্যায়ে খায়েরকে কিল-ঘুষি দিলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খায়েরকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে৷ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে চাচার মৃত্যু
- Reporter Name
- Update Time : 03:40:09 pm, Monday, 15 August 2022
- 256 Time View
Tag :
জনপ্রিয় খবর