সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২ ১০২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সুবির (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের উত্তর সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবির জেলা শহরের পাইকপাড়া এলাকার শান্তি দেবের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লাবীবা পরিবহনের বাসটি পেছন থেকে ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, মোটরসাইকেলটি বাসের সামনে ছিল। পেছন থেকে বাসটি মোটরসাইকেলে ধাক্কা দিলে তা উল্টে আরোহী নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারশেষে ঘাতক বাসটিকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এনই আকন্ঞ্জি