সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ১ আহত ৪জন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি বাস স্ট্যান্ডে বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা, দুইটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় ৪ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর ওই নারীর মৃত্যু হয়।