ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে অস্বচ্ছল নারী ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থার মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুদান প্রদান করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন মহিয়সী নারী। বঙ্গবন্ধু যখন আন্দোলন সংগ্রামের কারণে জেলে থাকতে হয়েছিল সে সময় বঙ্গমাতাই তার মেধা ও দক্ষতা দিয়ে সবকিছু পরিচালনা করেছিলেন। তিনি চিরকাল আমাদের জাতীয় জীবনে সকল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে জেলার ৬৪ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৩৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ১০ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এর আগে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ঢাকায় আয়োজিত অনুষ্ঠান সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে সম্প্রচার করা হয়।
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও অনুদানের চেক প্রদান
- Reporter Name
- Update Time : 09:57:06 pm, Monday, 8 August 2022
- 167 Time View
Tag :
জনপ্রিয় খবর