সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে র্যাব

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৪৮৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ৩০২ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ উপজেলার বগইর এলাকা থেকে র্যাব ১৪ ক্যাম্পের সদস্য বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো জেলার সরাইল উপজেলার মোঃ সাকিল (২৭), বিজয়নগর উপজেলার মোঃ হেলাল মিয়া ও মোঃ শাহআলম। দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব ১৪ এর সিনিয়র সহকারী পরিচালক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বগইর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩০২ বোতর ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রী করত বলে প্রাথমকিভাবে স্বীকার করেছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।