ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গত সোমবার দুপুরে সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বিশেষ অতিথি ছিলেন সরাইল রিজিয়ন সদর দপ্তর উত্তর-পূর্ব রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহীদুল ইসলাম, কুমিল্লা সদর দপ্তরের সেক্টর কমান্ডার মোঃ মারুফুল আবেদীন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ। প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া বিজিবির ২৫ ও ৬০ ব্যাটালিয়ন সীমান্তবর্তী এ জেলায় মাদকের বিস্তার রোধে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কী, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন প্রকারের ২৩ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯৩০ টাকার এসব মাদক দ্রব্য জব্দ করে।
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
- Reporter Name
- Update Time : 12:53:25 pm, Friday, 29 July 2022
- 141 Time View
Tag :
জনপ্রিয় খবর