“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে সমগ্র দেশের মত ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়েছে। তৃতীয় পর্যায়ের ২য় ধাপে জেলার ৯টি উপজেলার মধ্যে ৭ উপজেলায় এসব ঘর দেয়া হয়। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে জেলার সরাইল উপজেলা পরিষদের সিরাজুল ইসলাম অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা বেগম নাজমা শিউলি আজাদ, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুলসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গরা। প্রসঙ্গত, ২য় ধাপে জেলার সদর উপজেলায় ৪৪ টি, বিজয়নগরে ১৫৮টি, বাঞ্ছারামপুরে ২৫৮টি, নবীনগরে ৫৫টি, সরাইলে ১৭১টি, আশুগঞ্জে ২৩টি ও নাসিরনগরে ১২৫টি ঘরের উদ্বোধন করা হয়।
এনই আকন্ঞ্জি