ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী দিবস উদযাপিত

0
81
dc11
dc11

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী দিবস উদযাপিত বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে ব্যাপক কাজ করছেঃ জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়ায় ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে ব্যাপক কাজ করছে। সরকারের পাশাপাশি ব্যাক্তি উদ্যোগে তাদের পাশে থেকে কাজ করতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর ও আদর্শ সমাজ দেখেতে পাব। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালীওল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীর, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক রিয়াজ উদ্দিন জামি,সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আল মাহমুদ হোসেন প্রমূখ। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভুইয়া,ড্রিম ফর ডিজএবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না,সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী সেবা কর্মকর্তা গায়ত্রী রায় ,মুক বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম। পরে ১৪ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here