ব্রাহ্মণবাড়িয়ায় আজ রোববার সকাল থেকে কার্যকর হয়েছে গণপরিবহনের নতুন ভাড়া। সরকার নির্ধারিত নতুন ভাড়া অনুযায়ী বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভাড়া পরিশোধ করছেন। তবে যাত্রীরা জানান, আকস্মিকভাবে ভাড়া বাড়ায় তাদের উপর বাড়তি চাপ পড়ছে। এতে করে তাদের দৈনন্দিন জীবনে ব্যয়ভার আরো বেড়ে যাবে। অন্য দিকে পরিবহন শ্রমিক ও মালিকরা জানিয়েছেন, বাড়তি ভাড়ার কারনে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা- চট্রগ্রাম ও সিলেট রুটের সড়ক পথে যাত্রীর চাপ অনেকটা কমে গেছে। সরকারি নির্ধারিত ভাড়া আদায় করতে বিভিন্ন বাস কাউন্টারে স্টাফদের সাথে যাত্রীরা তর্কে জড়াচ্ছে। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: হানিফ মিয়া বলেন, সরকার নির্ধারতি নতুন ভাড়া আদায় করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া অধিকাংশ যাত্রী এখন বিকল্প মাধ্যম হিসেবে রেলপথকে বেচে নিয়েছেন।
উল্লেখ, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা- চট্রগ্রাম ও সিলেটে সড়ক পথে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার যাত্রী চলাচল করে।
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহনে নতুন ভাড়া কার্যকর, সড়ক পথে কমেছে যাত্রীর চাপ
- Reporter Name
- Update Time : 09:53:35 pm, Sunday, 7 August 2022
- 176 Time View
Tag :
জনপ্রিয় খবর